ফর্মুলা 1 নিয়ে কিছু মজার প্রশ্ন?

ফর্মুলা 1 নিয়ে কিছু মজার প্রশ্ন

ফর্মুলা ওয়ানের ড্রাইভাররা কি ডায়পার পড়ে?
-কিছু কিছু ড্রাইভার "এ্যাডাল্ট ডায়পার" পড়ে। তবে প্রায় সবাই ব্যাপারটা প্রকৃতির উপর ছেড়ে দেয়।

ফর্মুলা ওয়ান কারা ব্রডকাস্ট করে?
-ম্যাজরিটি রেস কাভার করে ESPN2, তবে "মোনাকো" এবং "ব্রিটেন" এই দুইটা রেস ব্রডকাস্ট করে মেইন ESPN।  এবং বাকি তিনটা রেস ( কানাডা, ইউনাইটেড স্টেটস এবং মেক্সিকো)  ফ্রী এয়ার টু এয়ার ব্রডকাস্ট করা হয়।

বর্তমান ফর্মুলা ওয়ানে এক নাম্বার টিম কারা?
-লাস্ট ২০১৯ সেশনে একনাম্বারে অবস্থান করছে Mercedes AMG Petronas Motorsport টিম। ফেরারি মাঠে থাকলেও এখন এই টিমটাই ফর্মুলা ওয়ানের ট্রেক কাঁপিয়ে চলেছে।

ফর্মুলা ওয়ানের কার গুলোর কি ক্লাচ থাকে?
-অবশ্যই ক্লাচ থাকে তবে এগুলার অপারেশন নরমাল গাড়ির মতো না। স্টিয়ারিং হুইলে একটা বাটন এবং একটা ডায়াল থাকে যেটা ব্যবহার করে ড্রাইভারকে ক্লাচ এ্যাডজাস্ট করতে হয়।

ফর্মুলা ওয়ান ড্রাইভাররা কি গাড়ির ভেতর প্রসাব করে?
-ককপিটের ভেতর এমনিতেই অনেক গরম থাকে তারউপর তারা অনেক ঘামতে থাকে, রেস করার পরে তাদের বডি ওয়েট অনেক কমে যায়। তবে তাদের ড্রাইভিং স্যুটের ভেতর প্রসাব করার ব্যাবস্থা আছে। একবার একটা ইন্টার্ভিউতে লুইস হ্যামিলটন বলেছিল, দরকার পড়লে তারা তাদের স্যুটের ভেতর ছেড়ে দেয়!

একটা ফর্মুলা ওয়ান হেলমেটের দাম কতো?
-ফর্মুলা ওয়ানের একটা হেলমেটের দাম ১লাখ ডলার বা ৮৪ লাখ টাকা!  মোটামুটি একটা হেলমেট দিয়ে ৬টা একুয়া কেনা যাবে।

ফর্মুলা ওয়ানের গাড়িগুলোর ইঞ্জিন কতদিন টিকে?
-একটা ফর্মুলা ওয়ান কারের ইঞ্জিন মোটামুটি ৫-৬ টা রেস করতে পারে। যেহেতু এগুলা এক্সট্রিম আরপিএম এ চলে একটা ইঞ্জিন মোটামুটি ১ বছর চলে।

এই ছোট লিখায় ফর্মুলা ওয়ানের মতো প্লাটফর্মকে কখনোই প্রকাশ করা যাবেনা। এখানে লুইস হ্যামিল্টের মতো পৃথীবির সেরা সেরা লেজেন্ডরা পা রাখে। বলা হয় ফিফা এবং অলম্পিকের পরেই ফর্মুলা ওয়ান বিশ্বের তৃতীয় বড় ইভেন্ট। ইচ্ছা আছে সামনে ফর্মুলা ওয়ানের নিয়মগুলো নিয়ে লিখার যদি আপনার আগ্রহী থাকেন।
Collect from @carhub fb Page

Post a Comment

0 Comments