#শবে_ক্বদরের_জন্য_কিছু_আমল .

.
আগামীকাল রাত থেকে লাইলাতুল ক্বদর তালাশ করুন। যদি লাইলাতুল কদর পেয়ে যান তবে সে রাত্রের আমল হবে টানা ৮৩ বছর ৪ মাসের সমান। কারন এই রাত হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম। ছোট ছোট কিছু আমল প্রতি রাতে করতে পারেন।
.
১) সূরা ইখলাস (কুলহু আল্লাহু আহাদ) বেশিবেশি বুঝে বুঝে পড়বেন। তিনবার পড়লে একবার পুরো কোরআন পড়ার সাওয়াব পাবেন। (সহীহ বুখারি ৫০১৫)
.
২) মসজিদে/ অন্য কোথাও নিজে সাধ্যের আলোকে প্রতিরাতে ২ টাকা হলেও দান করুন। যদি রাতটি লাইলাতুল ক্বদর হয় তবে আপনি লিটেরালি ৮৩ বছর টানা ২ টাকা দানের সাওয়াব পাবেন। বোনেরা আপনার ভাই/হাজবেন্ডের মাধ্যমে টাকা পৌছাতে পারেন।
.
৩) কয়েক পৃষ্টা কোরআন তেলোয়াত করুন। রাতের বেলায় যে ১০০ আয়াত কোরআন পাঠ করবে তাঁকে সারারাত তাহাজ্জুদ পড়ার সাওয়াব দিবেন। (সহিহুল জামে ৬৪৬৮)
সূরা কদর থেকে সর্বশেষ সূরা নাস পর্যন্ত পড়তে পারেন। কম সময়ে অতি সহজে ১০০ আয়াত পূর্ন করতে পারবেন।
.
৪) সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি বেশি পাঠ করবেন। কারন এটি একবার পাঠ করা আল্লাহর রাস্তায় পাহাড় পরিমান স্বর্ণ দান করার চেয়েও উত্তম। [তাবরানি ফিল কাবির: (৭৭৯৫)]
.
৫) বেশি দুরুদ পাঠ করবেন।(সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) পর্যন্ত পড়লেও হবে
৬)বেশী বেশী ইস্তিগফার করবেন।
৭)অন্যান্য জিকির (সুবহানআল্লাহ , আলহামদুলিল্লাহ , আল্লাহু আকবর , লা ইলাহা ইল্লাল্লাহ , লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা , সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম বেশী বেশী পাঠ করবেন।
৮) মসজিদে ফরয নামায পড়তে গেলে বাসা থেকে ওযু করে যাবেন। তাহলে পুরোপুরি একটি কবুলযোগ্য হজ্বের সাওয়াব পাবেন। (মিশকাত ৭২৮) বোনেরা আপনার পরিচিত সবাইকে আমলটিতে উদ্বুদ্ধ করুন। ইনশাআল্লাহ, আপনি সমান সাওয়াব পাবেন।
.
৯) আর বিশেষ করে লাইলাতুল কদরের ছোট্ট এই দোয়াটি পড়বেন।
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি"...
অর্থঃ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ কর।তাই আমাকে ক্ষমা করো। (আহমাদ ৬/১৮২)
.
১০) কিছু সময় পিতামাতার খেদমত করতে পারেন।
.
১১) কয়েক রাকাত নফল সালাত আদায় করবেন। সেহরির পূর্বে অন্তত দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন।
.
১২) সুন্দর করে দু রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তাওবা করবেন।
.
রামাদানের এই শেষ দশ রাতের একটা মুহূর্তকেও অপচয় করবেন না। কারন রাতটি যদি শবে ক্বদর হয়ে যায় তবে আপনি অনেক সাওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক দান করুক।

Post a Comment

0 Comments