চলুন দেখে নিই ২০২০ সালের সেরা ৫টা এন্ড্রয়েড প্লেয়ার

চলুন দেখে নিই ২০২০ সালের সেরা ৫টা এন্ড্রয়েড প্লেয়ার
5- Lexxon Car Navigation: লেক্সন বেশ আপডেটেড একটা কার নেভিগেশন সিস্টেম, নিয়মিত আপডেটও আসে সবসময়। খুব ইজিলি আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে যায়। প্রয়োজনীয় সব ফিচারের সাথে সোস্যাল কানেক্টেভিটিও আছে। এছাড়া ইনবিল্ট নেভিগেশন আছে যেটা অফলাইনেও কাজ করবে। এছাড়া কল মিউজিক সবই ওয়্যারলেসে ইউজ করতে পারবেন। আলিএক্সপ্রেসে দাম ৮,৮০০ টাকার মতো। বেশ ভাল একটা বাজেট প্লেয়ার বলা যায়।
4- Boss Audio Car Stereo: এই প্লেয়ারটা ফোনের সাথে হাই এক্সেসেব্যাবিলিটি প্রোভাইড করে লেক্সন থেকে। এটারো ইনবিল্ট ম্যাপ আছে আবার থার্ড পার্টি ম্যাপও ইউজ করা যায় ভালভাবে। এই প্লেয়ারটার সাথে অনেক ডিভাইস কম্পিটিবল ইনক্লুডিং এপল কারপ্লে, তাছাড়া প্রয়োজনীয় সব ফিচারও থাকছে। আমাজনে এটার দাম পড়ে ১৮,০০০ টাকার মতো।
3- Pioneer AVH-X4800BS: পাইওনিয়ারের এই প্লেয়ারটায় ইনবিল্ট দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করা যায়। যে কোন ডিভাইসে হ্যান্ডস ফ্রী কলিং,অডিও স্ট্রিমিং করা যায়। এছাড়া বাকি সব স্টান্ডার্ড ফিচারতো থাকছেই। আমাজনে এটার দাম মোটামুটি বস কার নেভিগেশনের দামের মতোই, প্রায় ১৭-১৮ হাজার টাকার মতো। প্লেয়ার হিসেবে এটাও দারুন একটা প্লেয়ার।
2-XTRONS Android Car Stereo: স্ট্রেরনের এই প্লেয়ারটা গুগল প্লে প্রটেক্ট সহ লেটেস্ট এন্ড্রয়েড ৮ এ রান করে। প্লে প্রটেক্টে রান করায় ব্লুটুথ কানেক্টিভিটে একটা এক্সট্রা সিকিউরিটি থাকে। লেটেস্ট সব ফিচারের সাথে ডুয়াল ক্যামেরা সুইচ এবং স্টিয়ারিং কন্ট্রোলের কারনে প্লেয়ারটা একটু ভাল জায়গায় অবস্থান করছে। এটা এমন একটা প্লেয়ার যেটা আপনাকে এক্সেসিবিলিটি আর সেফটি দুটোই দিবে। আলিএক্সপ্রেসে এটার দাম ৩০ হাজার টাকার মতো। এই রেঞ্জে এটাই সবথেকে ভাল প্লেয়ার।
1- ATOTO A6: তালিকায় এক নাম্বারে আছে অটোটোর এই প্লেয়ারটা, এই প্লেয়ারটা বেশ ওয়াইডলি ব্যাবহার হয় কার প্লেয়ার হিসেবে। অনেক অনেক কাস্টমাইজেশন ও করা যায় এটাতে এমনকি গাড়ির পার্ফমেন্সের জন্যও এটা বিশেষভাবে অপটিমাইজড! সব ধরনের ফাংশনালিটির পাশাপাশি ডুয়াল ব্লুটুথ চিপ,হ্যান্ডস ফ্রী মিডিয়া, ইন্টারনেট সবই আছে। কন্টিনিউয়াস আপডেট এবং সাপোর্ট আসে; সো নতুন কোন ফিচার থেকে বাদ যাবেন না। এসব ফিচারের কারনেও এই প্লেয়ারটা গাড়ির জন্য সবার পছন্দের তালিকায় উপরের দিকে আছে।
এই ছিল গাড়ির এন্ডয়েড প্লেয়ার নিয়ে আজকের ছোট রিভিউ। নেক্সট টাইম বাজেট এন্ড্রয়েড প্লেয়ার নিয়ে আরেকটা পোস্ট দিব। কেমন লাগল জানাবেন, কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানান।

Post fb page: CarHub Bd

Post a Comment

0 Comments