ফুটা বালতি হতে সাবধান ...

ফুটা বালতি হতে সাবধান ... !!!

১. আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন কিন্তু আপনি ঘুষ খান,
আপনি ফুটা বালতি।

২. আপনি নিজেকে পীর দাবী করেন কিন্তু মেয়েদের মুরিদ বানান আর তাদের গায়ে হাত দিয়ে দোয়া করেন !
আপনি ফুটা বালতি।

৩. আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ্বও করেন কিন্তু আপনি খাদ্যে ভেজাল মিশান, অন্যের জমি দখল করেন আর অন্যের হক নষ্ট করেন !
আপনি ফুটা বালতি।

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি !
আপনি ফুটা বালতি।

৫. নিজের হক বুঝে নিতে আপনি সদা তৎপর অথচ নিজের ভাই বোন আর গরীব আত্নীয় স্বজনের হক আপনার মাথাতেই নাই !
আপনি ফুটা বালতি।

৬. আপনি অনেক দান সদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন !
আপনি ফুটা বালতি।

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন !
আপনি ফুটা বালতি।

৮. আপনি রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই গরীব মানুষ-ভিখারী মানুষ দেখলে গালি দেন, উপহাস করেন !
আপনি ফুটা বালতি।

৯. আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নাম ধাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয় !
আপনি ফুটা বালতি।

ফুটা বালতিতে যতই পানি ভরেন, পানি কি আর বালতিতে থাকে ?!

ঠিক তেমনি যতোই নেক আমল করেন কিন্তু সাথে যদি এসব বদ আমলও থাকে তবে সব নেক আমল (আল্লাহ না করেন) বরবাদ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো উপলব্ধিতে আনা অতীব জরুরী।

আল্লাহ্ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সঠিকভাবে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।।

Post a Comment

0 Comments