তথ্য প্রযুক্তি নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর

কম্পিউটার
১। অ্যাপেল কোম্পানী প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
উত্তরঃ- ১৯৭৬ সালে
২। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
উত্তরঃ-প্যারালাল প্রসেসিং
৩। ইনটিগ্রেটেড সার্কট ( IC ) কে আবিষ্কার করেন?
উত্তরঃ- জ্যাক কেলবি ও রবার্ট নয়েস ।
৪। কম্পিউটারের ব্রেইন কোনটি?
উত্তরঃ- মাইক্রো প্রসেসর
৫। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
৬। কম্পিউটারের ডেটা সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তরঃ- বাইনারী সংখ্যা পদ্ধতি।
৭। Database Management System কে সংক্ষেপে কী বলা হয়?
উত্তরঃ- DBMS
৮। পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ পর্যবেক্ষণে কোন কম্পিউটার ব্যবহার করা হয়?
উত্তরঃ- সুপার কম্পিউটার
৯। মৌলিক গেইট কয়টি?
উত্তরঃ- ৩ টি। OR, AND এবং NOT.
১০। মডেমের মধ্যে কী থাকে?
উত্তরঃ- একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর।
১১। প্রথম আইফোন বাজারে ছাড়ে কত সালে?
উত্তরঃ- ২০০৭ সালে।
১২। বর্তমান সময়ে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি?
উত্তরঃ- ইন্টারনেট
১৩। ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়?
উত্তরঃ- নেটিজেন।
১৪। http এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Hyper Text Transfer Protocol.
১৫। Cookie কী?
উত্তরঃ- Internet Information File
১৬।মাইক্রো সফটের সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তরঃ- Bing (বিং)
১৭। Facebook কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ২০০৪ সালে।
১৮।রোবটের হাত-পা ইত্যাদি নাড়াচাড়া করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- বৈদ্যুতিক মোটর।
১৯। ন্যানো সেকেন্ড হচ্ছে-
উত্তরঃ- ১০০ কোটি ভাগের একভাগ।
২০। ক্যাসপারস্কি কী?
উত্তরঃ- একটি এন্টিভাইরাস সফটওয়্যার।

Post a Comment

0 Comments