Facelifted 2017 Xtrail । কি কি চেঞ্জ হয়েছে ২০১৭ মডেলে

Facelifted 2017 Xtrail । কি কি চেঞ্জ হয়েছে ২০১৭ মডেলে
NISSAN X-TRIL
Facelifted 2017 Xtrail । কি কি চেঞ্জ হয়েছে ২০১৭ মডেলে

এক্সট্রেইল নিসানের অনেক পপুলার একটা মডেল বাংলাদেশে। বলা যায় এই সেগমেন্টের প্রচুর হাইপ তোলা একটি মডেল। ২০১৩ সাল থেকে এক্সট্রেইলের থার্ড জেনারেশন শুরু হয়। ২০১৭ সালে এসে একটা ফেসলিফ্ট হয়, এই ফেসলিফ্টে অরেক কিছুই চেঞ্জ হয়েছে। আজ এই চেঞ্জেসগুলো নিয়েই কথা বলবো।

এক্সট্রেইলের এই জেনারেশনের চেসিস কোড হচ্ছে NT32। সবার প্রথমে চেঞ্জটা চোখে পড়বে ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইড দেখতে এখন আগের থেকে অনেক বেশী এগ্রেসিভ লাগে। নতুন এক্সট্রেইলে আগের হেডলাইটাকে রিডিজাইন করা হয়েছে, LED প্রজেক্টরগুলো নতুন ডিজাইন করেছে যেটা দেখতে আগের থেকে বেশ সুন্দরই লাগে। সাথে জুস লুকিং DRL ও দিয়েছে; তবে এগুলা শুধু প্রিমিয়াম প্যাকেজে পাবেন। তবে নরমাল প্যাকেজ গুলোতে drl থাকবে কিন্তু led লাইট থাকবেনা; তার বদলে পাবেন হ্যালোজেন লাইট। হেডলাইটের সাথে সাথে টেইল লাইটও নতুন ডিজাইন করেছে, এখন টেইললাইটা আগের থেকে গর্জিয়াস। একটা ডিপ রেড ইফেক্ট দেয়; দেখতে ভালোই লাগে। ইঞ্জিন আগের মতোই ২৫০০ সিসি, যেটা 170hp আউটপুট দেয়। হাইব্রিড ভার্সনে পাবেন ইউনিক কিছু ফিচার যেমন এনার্জি মনিটর, হাইব্রিড ব্যাটারি স্ট্যাটাস দেখা ইত্যাদি। হাইব্রিড ২০০০ সিসি ইঞ্জিন থেকে পাওয়ার আউটপুট পাবেন 141hp এবং টর্কও 141 Ib-ft। ট্রান্সমিশন হিসেবে থাকবে Xtronic CVT। ইলেকট্রিক মোটর থেকে পাবেন এক্সট্রা 40hp দিবে। তাহলে টোটাল পাওয়ার হয় 173hp! যেখানে 2500cc থেকে পাওয়া যায় 170hp সেখানে জাস্ট হাইব্রিড হওয়ায় 2000cc থেকে পাচ্ছেন তারথেকে 3 হর্সপাওয়ার বেশী! তাহলে হাইব্রিড আন্ডারপাওয়ার্ড কিভাবে হয়? হাইব্রিডের এক্সেলেরেশন স্লো কিভাবে হয়?
তবে হাইব্রিড ভার্সনে সেভেন সিটার অপশন তারা অফার করতে পারেনা হাইব্রিড ব্যাটারি প্যাকের জন্য।

তো আপনি যদি কনফিউজ থাকেন ওল্ড শেপ নিবেন নাকি নিউ শেপ নিবেন আমি বলবো বাজেট প্রবলেম না থাকলে নিউ শেপটাই নিন। এক্সট্রেইল এমনিতেই অনেক জোস একটা এসইউভি; নিউ শেপটা তো আরও এগ্রেসিভ। এক্সট্রেইল সবসময় ছিল তার ক্লাসে সবথেকে সাসকেসফুল এসইউভি। আপনার বাজেট প্রবলেম না থাকলে নিউ শেপ এক্সট্রেইল ওয়ান্ডারফুল চয়েজ। 

NOTE : POST COLLECT FROM FB PAGE CARHUB BD 
See Less

Post a Comment

0 Comments