সিরামিক_কোটিং_কি?


নিজের প্রিয় গাড়িটিকে নতুনের মতো রাখতে বাইকের সিরামিক কোটিং বর্তমান সময়ে খুব বেশি জনপ্রিয়। অনেকেই ইতিমধ্যে সিরামিক কোটিং করিয়ে ফেলেছেন, আবার অনেকেই চিন্তাই আছেন কোটিং করাবেন কিনা। আজ আমরা সিরামিক কোটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সিরামিক কোটিং করানোর সুবিধা অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশাকরি এর ফলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাড়িতে সিরামিক কোটিং করাবেন কিনা
সিরামিক ম্যাটারিয়ালস হচ্ছে মূলত এক প্রকারের অজৈব, অধাতব, অনেকটাই স্ফটিক্যাল অক্সাইডের কাছাকাছি , নাইট্রাসাইড বা কারবাইড উপাদান। সিরামিক কোটিং হচ্ছে এক প্রকার লিকুয়িড পলিমার যেটা গাড়ির বাইরের অংশে প্রয়োগ করা হয়। সিরামিক কোটিং এর একটি বড় গুনাগুন হচ্ছে এটি ভঙ্গুর , শক্ত এবং ঘনত্ব বেশি। যখন সিরামিক কোটিং কোন যানবাহনে ব্যবহার করা হয় তখন তা পুরোনো রং এর সাথে মিশে কেমিক্যাল বন্ধন তৈরি করে। এর ফলে আপনার গাড়ির রঙ ভালো থাকে এবং গাড়ি নতুনের মতো চক চক করে।


সিরামিক কোটিং শুধুমাত্র আপনার গাড়ির রঙ ঠিক রাখতেই সাহায্য করে না, এটি আপনার গাড়ির বাহ্যিক দিকটাও সুন্দর রাখে। এই কোটিং এর ফলে বাইরের আবরন পরিষ্কার থাকে এবং বাইকের বাইরের অংশ অনেক চকচকে থাকে এবং এটি দীর্ঘস্থায়ী হয়। গাড়িতে এই কোটিং করানো থাকলে বাইকের বাইরের দিকটা সাধারণ গাড়ির তুলনায় বেশি দিন সুন্দর থাকে।


















Post a Comment

0 Comments