বাংলাদেশ ছাত্রলীগের একজন নগন্য কর্মী।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সুচনা লগ্নে ছিলাম, ছিলাম মিছিলের প্রথম সারিতে'
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগকে সু-সংঘটিত করতে দিয়েছি মেধা, শ্রম, বহু-মূল্যবান সময়।
ছাত্রলীগে গ্রুপিং রাজনীতির শিকার হয়ে সয়েছি অনেক শারীরিক - মানসিক নির্যাতন।
অবশেষে,
পেলাম লাঞ্চনা-তিরস্কার😢মামলা-জেল।
সত্যি চাওয়ার কিছু ছিলো না!
\
তবুও পেয়েছি অনেক কিছু, পেয়েছি কতগুলো আপাদমস্তক মুজিব সৈনিকের ভালোবাসা"
যে ভালোবাসায় এখনও আমার চলার পথকে মসৃণ করে রেখেছে।
সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ🙌
#কেন্দ্রীয়, মহানগর, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের আমার প্রিয়ভাজন অগ্রজ,বন্ধু, অনুজ সহ সকল সহযোদ্ধাদের কাছে।
আজকের দিনটি ছিলো আমার জন্য খুবই বেদনাদায়ক দিন 😢
জানিনা এই দিনের কথা কখনো ভুলতে পারবাে কি না!
যারা আমার জামিনের জন্য কষ্ট করেছেন আপনাদের কখনও ভুলবনা, মনে করবেন না ভুলে গেছি
" সত্যি আপনাদের এই ঋণ কখনও শোধ হওয়ার নয়।
অতীতের মতো সব সময় পাশে পাবো এই আশাবাদী "৷,
এম মহিউদ্দীন বাপ্পি এর টাইম লাইন থেকে।
নগন্য কর্মী বাংলাদেশ ছাত্রলীগ।
![]() |
এম মহিউদ্দীন বাপ্পি |
0 Comments