গাড়ি কোয়ারেন্টাইনে থাকলে যে প্রবলেম গুলো হবে

গাড়ি কোয়ারেন্টাইনে থাকলে যে প্রবলেম গুলো হবে...

যেহেতু এখন সবার গাড়িই অলস বসে আছে গ্যারেজে তাই সবার একটু চিন্তা হচ্ছে এভাবে দিনের পর দিন গাড়ি পড়ে থাকলে গাড়ির কোন প্রবলেম হবে নাকি আবার। চিন্তা করবেন না তেমন কোন প্রবলেম হবেনা জাস্ট কিছু বেসিক মেইনট্যানেন্স দরকার। আমি বলে দিচ্ছি কি কি প্রবলেম হতে পারে।

ব্যাটারি: প্রথম যে প্রবলেমটা দেখা দিতে পারে সেটা হল ব্যাটারি। গাড়ি বন্ধ থাকলেও কিন্তু ব্যাটারির মধ্যে প্রতিনিয়ত ইলেকট্রো-ক্যামিক্যাল রিয়েকশন হচ্ছে যার কারনে একটু একটু করে চার্জ ডিসচার্জ হচ্ছে। তাছাড়া বর্তমান আধুনিক গাড়িগুলোয় অনেকগুলো কম্পিউটার থাকে যেগুলো প্রতিনিয়ত অপারেট হচ্ছে ইভেন গাড়ি অফ থাকলেও। তাই প্রতি সাপ্তাহে একবার গাড়িটা ৫ মিনিটের জন্য স্টার্ট দিয়ে রাখুন। গাড়ি সাফিসিয়েন্ট চার্জ হয়ে যাবে।

রাস্ট/ঝামা: অনেকদিন গাড়ি পড়ে থাকলে যেমন যদি দেড় মাস বা দুই মাসের জন্য গাড়ি পড়ে থাকে তাহলে গাড়ির অনেক পার্টসে রাস্ট পড়ে যেতে পারে। যেমন ব্রেক রোটর বা এইরকম যে পার্টসগুলো আছে সেগুলো। এই রাস্ট পড়ার হাত থেকে বাঁচতে দুই-তিন সাপ্তাহ পরে পরে গাড়িটা ক্লিন করবেন। তাহলে আর রাস্ট পড়বেনা।

ফ্ল্যাট টায়ার: অনেকদিন গাড়ি আইডল পড়ে থাকলে টায়ারের সে অংশটা ফ্লোর টাচ করে থাকে সেটা খুব শক্ত বা নরম হয়ে যেতে পারে। বাইর থেকে দেখলে খুব নরমাল মনে হবে কিন্তু পরে যখন ড্রাইভ করবেন তখন দেখবেন টায়ার থেকে একটা ভাইব্রেশন হচ্ছে। কিছু কিছু সিচুয়েশানে দেখা যায় ৩০ মিনিট ড্রাইভ করলে টায়ার আবার নরমাল হয়ে যায়। বাট এটা গ্যারান্টেড না। এই প্রবলেম থেকে বাঁচার জন্য প্রতি দুই উইকে টায়ার প্রেশার চেক করবেন। যদি ২ সাপ্তাহে পর পর চেক না করেন আপনি ফ্ল্যাট স্পটগুলোকে রিস্কে ফেলে দিবেন। পরে এগুল পার্মানেন্ট ফ্ল্যাট হয়ে যেতে পারে।  তখন ইমার্জেন্সী দরকারে গাড়ি বের করতে পারবেন না।

অয়েল: ফাইনালি অয়েলগুলোর কি হবে? আপনার গাড়ির যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম এসে যায় তাহলে কি চেঞ্জ করে ফেলবেন নাকি কোয়ারেন্টাইন শেষ হওয়ার জন্য ওয়েট করবেন? উত্তর হচ্ছে চেঞ্জ করবেন।
আপনার গাড়ি যদি অনেকদিন যাবত বসে থাকে তাহলে ইঞ্জিন অয়েলও আস্তে আস্তে খারাপের দিকে যাবে। গাড়ির সাথে সাথে অয়েলও যদি বসে থাকে তাহলে এটা অক্সিডাইজ হবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে স্লাগ উৎপন্ন করবে। যত বেশী স্লাগ প্রডিউস হবে তত বেশী গাড়ি স্ল্যাগিস হয়ে যাবে যখন ড্রাইভ করবেন। তাই রুটিমতো অয়েল চেঞ্জ করে ফেলবেন।

আপাতত এগুলা মেনটেন করলেই হবে। খুব বেশী ক্রিটিক্যাল কাজ না আপনি নিজেই পারবেন। এই বেসিক মেনটেন গুলো করলে গাড়ি ভাল থাকবে। আফটার কোয়ারেন্টাইন গাড়ি বের করলে গাড়ি ট্রাবল দিবেনা।
Post collect from FB page carhub bd
https://www.facebook.com/2451522388207639/posts/3672607772765755/?d=n

Post a Comment

0 Comments