পবিত্র রমজান মাস উপলক্ষে নগর বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ

সমাজ সেবক ফরিদ মাহমুদ


পবিত্র রমজান মাস উপলক্ষে নগর বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবকসংগঠক  রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদমাহমুদ 
তিনি বলেনসংযত  সিয়াম সাধনার মাস রমজান। এই 

মাহে রমজানে রয়েছে মানব জাতির জন্য আল্লাহ তায়ালার অফুরন্ত দয়াক্ষমা এবং জাহান্নাম থেকে নাজাতের প্রতিশ্রুতি। 
আর  মাসে ইবাদতের সওয়াবের মান বাড়িয়ে দেয়া হয়েছে সত্তর গুণ। 
আর  মাসেই রয়েছে সেই মহিমান্বিত লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে  শ্রেষ্ঠ  
সিয়ামের মত একটা গুরুত্ব পূর্ণ ইবাদতের জন্যে আল্লাহ তায়ালা  মাসকে নির্ধারিত করেছেন এবং গোটা মাসের সিয়াম পালনফরয করে দিয়েছেন। 
তাই পবিত্র মাহে রমজান অনন্য ফযীলতের মাস হিসেবে তার রয়েছে সীমাহীন মর্যাদা  গুরুত্ব।
তিনি আরো বলেন
পবিত্র রমজান মাসে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে দেশ  জাতী করোনা মহামারি থেকে নিস্তার পাবে এবং মাননীয়প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা সার্থক হবে এই কামনা করছি 

সবাই বাসায় থাকুন এবং সরকারি নির্দেশনা অনুসরণ করুন 

Post a Comment

0 Comments