![]() |
সমাজ সেবক ফরিদ মাহমুদ |
পবিত্র রমজান মাস উপলক্ষে নগর বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদমাহমুদ ।
তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই
মাহে রমজানে রয়েছে মানব জাতির জন্য আল্লাহ তায়ালার অফুরন্ত দয়া, ক্ষমা এবং জাহান্নাম থেকে নাজাতের প্রতিশ্রুতি।
আর এ মাসে ইবাদতের সওয়াবের মান বাড়িয়ে দেয়া হয়েছে সত্তর গুণ।
আর এ মাসেই রয়েছে সেই মহিমান্বিত লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে ও শ্রেষ্ঠ ।
সিয়ামের মত একটা গুরুত্ব পূর্ণ ইবাদতের জন্যে আল্লাহ তায়ালা এ মাসকে নির্ধারিত করেছেন এবং গোটা মাসের সিয়াম পালনফরয করে দিয়েছেন।
তাই পবিত্র মাহে রমজান অনন্য ফযীলতের মাস হিসেবে তার রয়েছে সীমাহীন মর্যাদা ও গুরুত্ব।
তিনি আরো বলেন
পবিত্র রমজান মাসে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে দেশ ও জাতী করোনা মহামারি থেকে নিস্তার পাবে এবং মাননীয়প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা সার্থক হবে এই কামনা করছি ।
সবাই বাসায় থাকুন এবং সরকারি নির্দেশনা অনুসরণ করুন ।
0 Comments