বৃষ্টির পানি

💦বৃষ্টির পানি স্পর্শ করা সুন্নাত।
বৃষ্টির প্রতিটি ফোঁটা 💧
আল্লাহর রহমতের ধারা হয়ে পৃথিবীতে নামে। তাই সুন্নত হলো বৃষ্টির ছোঁয়া পেতে বস্ত্রাংশ মেলে ধরা।
✳আনাস (রাঃ) বর্নিত, তিনি বলেন ‘আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাঁর পরিধেয় প্রসারিত করলেন, যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা আমার রবের পক্ষ থেকে এই মাত্রই এসেছে। (মুসলিম: ৮৯৮)।
❤️ বৃষ্টির দোয়া......
اللَّهُمَّ صَيِّباً نَافِعاً
"আল্লাহুম্মা সায়্যিবান নাফি'আন"।
হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।
বুখারী, (ফাতহুল বারীসহ) ২/৫১৮, নং ১০৩২।
আলহামদুলিল্লাহ্‌....
{ ✳দুয়া কবুলের সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে বৃষ্টির সময় প্রার্থনা করা }
Post collect from https://www.facebook.com/1671985922902109/posts/2489131834520843/?d=n

Post a Comment

0 Comments