#First_mega_GT_ever
#Koenigsegg_Gemera
আজকে আমি পুরো পৃথিবীর মধ্য অন্যতম সেরা একটি হাইপার কার Koenigsegg Gemera নিয়ে কথা বলব। অনেকেই জিজ্ঞাসা করবেন এত হাইপার থাকতে এটি নিয়ে বলার কারণ কি! তাহলে চলুন জানা যাক।
১। এটি পৃথিবীর সর্বপ্রথম ফোর সিটার হাইপার কার।
২। এটি এত বেশি শক্তিশালী যে অনায়াসে ১৭০০ হর্সপাওয়ার আউটপুট দিতে পারে।
৩। এটি প্রথম হাইপার কার যেটার কিনা ৪টা ফুল সাইজ লাগেজ বহন করার মত সামর্থ্য আছে।
৪। আমার জানা নেই পৃথিবীতে এমন কোন হাইপার কার আছে কি না যেটা এত ছোট ইঞ্জিন মাত্র ২ লিটার(৩ সিলিন্ডার ইঞ্জিন) টুইন টার্বো আর ইলেকট্রিক মোটর নিয়ে ১৭০০ হর্সপাওয়ার আউটপুট দেয়।
৫। এতে ৩ টি ইলেকট্রিক মোটর আছে। একটি ইলেকট্রিক মোটর পিছের ডান চাকার সাথে, আরেকটি মোটর বাম চাকার সাথে। আর একটি মোটর ইঞ্জিন এর সাথে।
৬। ০-১০০ কিমি/ঘণ্টা উঠতে সময় নেয় ১.৯ সেকেন্ড।এটি মোস্ট পাওয়ারফুল হাইপার কার, খুব দ্রুত আশা করি মার্কেটে রিলিজ হবে।
৭। গাড়িটির বোডি ডায়মন্ড কোটেড কার্বন হওয়াতে ওজন খুবই কম। মাত্র ১৮৫০ কেজি।
৮।ফুল ইলেকট্রিক মুড দিয়েই ৩০০ কিমি/ঘন্টা চালানো যাবে।
৯। মজার বিষয় এই গাড়িটি একটি লাক্সারিয়াস হাইপার কার।অনেক ভালো আর আধুনিক ফিচারস আছে এতে। পুরো গাড়ি উইথ আনলিমিটেড ইন্টারনেট।
১০। এই হাইপার কার পৃথিবীর একমাত্র হাইপার কার যেটা কিনা অনেক বেশি পরিবেশ বান্ধব।
১১। এই মডেলের মাত্র ৩০০ টি গাড়ি পাওয়া যাবে।
আরো পড়ুনঃ https://www.koenigsegg.com/gemera/
Written By:#অমিয়_রহমান
#Stay_Home
#Stay_Safe
Post collect from FB page carhub bd
https://www.facebook.com/2451522388207639/posts/3685673381459194/?d=n
0 Comments