কোন গাড়ির কালার ভাল লেগেছে বাট কালার কোড কি বুঝতে পারছেন না? এই নিন সমাধান।

কোন গাড়ির কালার ভাল লেগেছে বাট কালার কোড কি বুঝতে পারছেন না? এই নিন সমাধান।

Honda:হোন্ডার কালার কোড সাধারণত ড্রাইভার সাইডের ডোরের জাম্বে লিখা থাকে। কোডটা স্টিকারের নিচের দিকে মাঝখানে লিখা থাকে। লাইক NH বা এরকম কিছু দিয়ে শুরু হবে যেমন NH368M, এটা ছাড়াও হোন্ডা R,G এবং B দিয়েও কালার কোড লিখে। কালার কোড সিউর হওয়ার জন্য আপনার গাড়ির সাথে স্টিকারের VIN নাম্বারটা ম্যাচ করে সিউর হয়ে নিবেন। কারন অনেকসময় কালার চেঞ্জ করে ফেললে সেটা তো আর স্টিকারে মেনশন থাকবেনা।

Hyundai: হুন্দাইয়ের কালার কোডও হোন্ডার মতো একই জায়গায় থাকে, তবে তাদের কালার কোড হয় সিঙ্গেল ডিজিটের যেমন S3। স্টিকারের উপরের দিকে ডানপাশে লিখা থাকবে।

Mitsubishi: মিতসুবিশিতে লিখা থাকে একটু ভেজাল জায়গায়, বনেটের নিচে প্যাসেঞ্জার সাইড ওয়ালে একটা মেটাল প্লেটে লিখা থাকে। ওখানে স্পেসিফিক মেনশান করাই থাকে কালার দিয়ে যেমন A31।  এখানে A31 টাই কালার কোড।

Nissan: নিসানে লিখা থাকে ড্রাইভার সাইড ডোরে একটা স্টিকারের উপর। সাধারনত এ্যালফাবেট আর নাম্বার দুটোই থাকে যেমন BW9। খুজতে কষ্ট হবেনা ওরা কালার ইংরেজিতে লিখেই দেয়, সেটার নিচে এই কোডটা থাকে।

Toyota: টয়োটার কালার কোড ইনফরমেশন লিখা থাকে ড্রাইভার সাইড ডোর জাম্বে একইরকম স্টিকারে লিখা থাকে। ওদের কালার কোড সিস্টেমটা একটু আলাদা যেমন C/TR: 1CO/LA17। এটা হচ্ছে কালার কোড, এখানে 1CO হচ্ছে এক্সটেরিয়র মানে গাড়ির কালার কোড আর LA17 হচ্ছে ইন্টেরিয়র কালার কোড।
Post: FB page Carhub Bd

Post a Comment

0 Comments