#ফেসবুক_গ্রুপে_এড
#বিরক্তির
#সমাধান
ফেসবুকে ফ্রেন্ড সার্কেলের বিভিন্ন জনের বিভিন্ন গ্রুপে ইনভাইটেশন ও এড করা ভার্চুয়াল জগতের সবচেয়ে বেশি বিরক্তিকর বিষয় গুলোর মধ্যে একটা। এর কারনে অনেকেই বিরক্ত হয়ে বন্ধুত্ব নষ্ট করে ফেলেন, আনফ্রেন্ড করে দেন, ব্লক মেরে দেন...
কিন্তু খুব সহজেই, ৩/৪ টা স্টেপ ফলো করলে আপনি একই বন্ধু বা বিভিন্ন বন্ধুর দ্বারা একই গ্রুপে বারবার এড হওয়া বা এড হওয়ার ইনভাইটেশন পাওয়া থেকে মুক্তি পেতে পারেন। চলুন দেখে নেই সেই স্টেপ গুলো...
📌স্টেপ-১: প্রথমবার যখন কোন গ্রুপে এড হওয়ার ইনভাইটেশন পাবেন। আপনি প্রথমবারেই "Join Group" এ ক্লিক করে গ্রুপে এড হয়ে যাবেন। এতে আপনার বন্ধুও যেমন খুশি, আবার আপনিও তখন ঐ গ্রুপের সদস্য হয়ে গেলেন। এরপরেই বাদ বাকি কাজটা করতে হবে...
📍স্টেপ-২: গ্রুপের মেম্বার হওয়ার পরে, গ্রুপে ডুকে উপরের ডান কর্ণারের "..." এই চিহ্ন তিনটাতে ক্লিক করবেন। তখন গ্রুপ সম্পর্কে বিভিন্ন Tools আসবে। যেমন: Following, Pin, Share, Notification, Report ইত্যাদি সহ সবার শেষে আছে "Leave Group". এই " Leave Group" এ ক্লিক করবেন...
📎স্টেপ-৩: এই "Leave Group" এ ক্লিক করার পরে "Leave Group??" লেখা আসবে। সেখানে ৩ টা অপশন দেখবেন- Leave Group, Cancel, More Options... এখান থেকে "Leave Group" এ ক্লিক না করে "More Options" এ ক্লিক করবেন...
📌স্টেপ-৪: এই স্টেপে এসে "Options" এর মধ্যে তিনটা Option পাবেন।- Leave Group Permanently, Back ও Turn off Notification. এই তিনটা অপশনের প্রথমটাতে মানে "Leave Group Permanently" তে ক্লিক করবেন। তখন পারমানেন্ট ভাবে আপনি সেই গ্রুপ থেকে Leave নিয়ে নিছেন। যার কারনে ঐ গ্রুপের কেউ (এডমিন, মডারেটর, মেম্বার) আর আপনাকে এড ইনভাইটেশন পাঠাতে পারবেনা !! আপনার কাছেও ঐ গ্রুপে এড হওয়ার ইনভাইটেশন আসবেনা। কিন্তু আপনি চাইলে পরবর্তীতে সেই গ্রুপে এড হতে পারবেন...
✍কিন্তু যদি স্টেপ-৩ এর "More Options" এ ক্লিক না করে "Leave Group" এ ক্লিক করে, তাহলে গ্রুপ থেকে আপনি বের হয়ে যাবেন ঠিকই। একটু পরেই দেখবেন লিস্টের কেউ আবার ইনভাইটেশন পাঠাইছে। তাই Leave Group এ ক্লিক না করে More Options এ ক্লিক করবেন...
এর উপকার হচ্ছে- Leave Group এ ক্লিক করে বার-বার Leave নেওয়ার চাইতে, একটু কষ্ট করে, ১/২ মিনিটে মাত্র ৩/৪ টা স্টেপ ফলো করে একেবারেই লিভ নিয়ে নিন। অন্তত একই গ্রুপে এড হওয়ার জন্য বার বার ইনভাইটেশন এর নোটিফিকেশন আসার বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাবেন...
0 Comments