আপনার কি এফিলিয়েট করার জন্য বানানো বিজনেস একাউন্টটি বার বার ডিসেবল হয়ে যাচ্ছে?? কোনোভাবেই বুঝতে পারছেন না কিভাবে কি করবেন??

আপনার কি এফিলিয়েট করার জন্য বানানো বিজনেস একাউন্টটি বার বার ডিসেবল হয়ে যাচ্ছে??
কোনোভাবেই বুঝতে পারছেন না কিভাবে কি করবেন??

তাহলে পোস্টটা আপনার জন্য। আমার নিজ অভিজ্ঞতা থেকে সমাধান শেয়ার করার চেষ্টা করলাম।

সমস্যার কারণঃ
সাধারণত এফিলিয়েট করার জন্য নতুন একাউন্ট তৈরি করার সাথে সাথেই বিভিন্ন গ্রুপে ঢুকে পোস্ট করা শুরু করি আমরা। কিন্তু এক্ষেত্রে সব গ্রুপে একসাথে একই পোস্ট করার ফলে ফেসবুক থেকে আপনার আইডিটি চেক করা হয়। তখন ফেসবুকের এলগরিদম আপনার আইডিটি ফেক ধরে নিয়ে রিয়েল ডকুমেন্টস সাবমিট করতে বলে। তখজ রিয়েল ডকুমেন্টস সাবমিট করলেও আইডি ডিজেবল হয়ে যায়। এইটা আর ব্যাক করা সম্ভব না। তাই আগে থেকে কিছু কাজ করে রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

সমাধানঃ

১.নতুন একাউন্ট খোলার পরপরই প্রথম কাজ প্রোফাইলে নিজের ডিপি ও কভার ফটো এড করবেন।

২.এরপর নিজের ফেস বোঝা যায় এমন অন্তত ৫/৬ টা নিজের ছবি পোস্ট করবেন পরপর।

৩. নিজের সব ডিটেইলস ঠিকমতো দিবেন। বিশেষ করে স্কুল কলেজ।

৪.পরিচিত কিংবা নিজে এলাকার কিছু মানুষকে ফ্রেন্ড করে রাখবেন। যত বেশি পারবেন তত ভালো

৫. গ্রুপে সরাসরি লিনক দিবেন না। ইনবক্সে ডেকে পোস্ট করবেন।

৬.একই সাথে ৫টার বেশি গ্রুপে একই পোস্ট করবেন না। প্রয়োজন হলে একাধিক স্টোরি বানিয়ে পোস্ট করুন।

৭.উরাধুরা ফ্রেন্ড এড, গ্রুপে জয়েন, লিনক শেয়ার করতে থাকবেন না।

আশা করি এইগুলা করলে আইডি ডিজেবল হবেনা। আমার ৩/৪ টা একাউন্ট ডিজেবল হওয়ার পরে এই সমাধান পাইসি। এখন ১ মাস বয়স হইসে একাউন্টের তাও টিকে আছে। ইনশাহআল্লাহ এইগুলা ফলো করলে আপনার আইডি ও সুরক্ষিত থাকবেন

এ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ ❤
প্রবলেমকির সাথেই থাকুন

Post a Comment

0 Comments