#নির্বোধ জাতি #তানজিব হাসান

#নির্বোধ জাতি 
#তানজিব হাসান

নির্বোধ জাতি মোরা
নাইকো মোদের হুশ
ভাইরাসে মানুষ মরছে
তবু ঈদ নিয়ে বেহুশ।

শপিং মোদের করতেই হবে
দুনিয়াটা যেদিকে যাক,
আবার লক ডাউনে সাহায্য খুজে
বলে পায়নি ত্রাণের  ভাগ।

শপিংমলে ভিড় জমায়
কত কি না কিনতে হয়
নির্বোধ তারা বুঝেনা এটা
ভাইরাস ধরলে মরতে হয়।

এ বছর নাই বা করলাম
তাতে কি বা আসে যায়,
জীবন বাচলে বাপের নাম
বুঝতে হবে এটা ভাই।

শপিং ছাড়া ঈদ হয়
প্রয়োজনে তাই করে,
পরিস্থিতি বুঝিনা তাই
বাঙালিরা বেশি মরে।

বেচে থাকলে কত ঈদ
আসবে আর যাবে,
ভাইরাস ধরলে সবই শেষ
পরিবার সহ যাবে।

Post a Comment

0 Comments