ফ্যামিলি কার হিসেবে কেনো C-HR না নিয়ে Premio নিবেন

Premeo

CHR
ফ্যামিলি কার হিসেবে কেনো C-HR না নিয়ে Premio নিবেন

আপনার বাজেট ২৫-৩০ লাখ টাকা। ফ্যামেলিতে চালানোর জন্য একটা গাড়ি কিনবেন যেটা ড্রাইভার চালাবে মোস্ট অব দ্যা টাইম। আর আপনার ফ্যামেলি মেম্বারসহ বাচ্চা-কাচ্চারা ইউজ করবে মোস্টলি। তাহলে অনেকে প্রিমিও নিতে চায় ২৫-৩০ লাখ টাকার বাজেটে। এখন এই প্রিমিওর সাথে যোগ হয়েছে আরেকটা মডেল C-HR। কারন প্রাইস রেঞ্জ প্রায় একই; প্রিমিওর বাজেটে C-HR ও হয়ে যায়। তবে আজকে আমরা কথা বলবো কেন ফ্যামেলি কার হিসেবে C-HR বাদ দিয়ে Premio নিবেন।

প্রথমেই ফ্যামেলি কার হিসেবে আপনার যেটা দরকার হবে সেটা হলো কমফোর্ট। আপনার ওয়াইফ,বয়স্ক বাবা-মা এদের দরকার হবে এমন একটা গাড়ি যেটাতে উঠতে বসতে সুবিধে,চড়ে আরাম। এই হিসেবে Premio  বেটার অপশন, উঠতে নামতে সুবিধে, সেডান হওয়ায় ক্রসওভার C-HR থেকে কমফোর্টেবল। আপনার ছোট বাচ্চা থাকবে ওদের C-HR এর ব্যাকসিট আনইজি লাগবে আউট ভিজিবিল্যিটির জন্য। C-HR এর পেছনের কম্পার্টমেন্টটা একটু চাপা, আর উইন্ডোগুলো একটু উঠানো যেটা আপনার বাচ্চাদের বোর লাগতে পারে। লাস্ট প্রিমিওর ড্যাশবোর্ড খুব বেসিক, যে কেউ বুৃঝতে পারবে। আপনি ড্রাইভার রাখলে তার বুঝতে প্রবলেমই হবেনা। এর জায়গায় C-HR হলে আপনার ড্রাইভারকে আগে ট্রেইন করা লাগতো C-HR এর ড্যাশবোর্ড বোঝার জন্য।

তো এইসব কারনে একটা ফ্যামেলি কার হিসেবে C-HR থেকে Premio বেটার অপশন হতে পারে। যদিও C-HR এর লুক সুন্দর কিন্তু গাড়িটা যখন আপনি আপনার ফ্যামেলি মেম্বারদের কথাও চিন্তা করে কিনবেন তখন আসলে শুধু লুক দেখলে হয়না; লুকের সাথে প্রাকটিক্যালিটি বিচার করা লাগে। আর প্রাকটিক্যালিটির বিচারে ফ্যামেলি কার হিসেবে Premio ই এগিয়ে থাকে C-HR থেকে।

Post a Comment

0 Comments