Nissan এবার সিরিয়াসলি মার্কেটিং -এ নেমেছে | এই ক্রসওভার কি পারবে তাদের বাঁচিয়ে রাখতে?

Nissan এবার সিরিয়াসলি মার্কেটিং -এ নেমেছে | এই ক্রসওভার কি পারবে তাদের বাঁচিয়ে রাখতে? 

তাদের নতুন ইলেকট্রিক ক্রসওভার Ariya; রিসেন্টলি তাদের দিন খুব একটা ভালো যাচ্ছিল না মার্কেটে। তাদের সেলস আস্তে আস্তে কমে আসছিল; এমনকি নিজেদের দেশেও তারা সেলস হারাতে শুরু করে। GT-R আর X-trail এই দুইটা মডেল কোনভাবে কম্পিট করে চলছিল মার্কেটে। এক্স-ট্রেইলের মার্কেট কন্টিনিউয়াস রাখার জন্য এবার তারা 2021 তে এসে X Trail কে পুরোপুরি নিউ লুক দিয়েছে। তারপরেও শুধু X Trail পুরো কোম্পানিকে ধরে রাখার জন্য ইনাফ না। তাই তারা এবার নিয়ে এসেছে নতুন অল ইলেকট্রিক ক্রসওভার Ariya। তারা বলছে এটা টেসলার সাথে বিট করবে। মানতেই হবে নিসান এবার ডিজাইনে মনোযোগ দিয়েছে; ইভি হিসেবে বেশ স্টাইলিশ লুকের ই বলতে হবে Ariya কে। নতুন মাল্টি বিম হেডলাইট, গ্রিলের বদলে শিল্ডের ব্যাবহার, কার্ভি বডিলাইন সবকিছু মিলিয়ে জাপানিজ মার্কেটে এরকম লুকের ইভি কমই আছে। 

নিসান তাদের বিজনেস পলিসিতে বড়সড় চেঞ্জেস  নিয়ে আসছে, তারা টোটাল ২৪টা মডেল রিলিজ করবে। তারমধ্যে ১২টা হবে একদম নতুন মডেল। Ariya ও ওই নতুন মডেলগুলোর একটা। নিসান আশা করছে এই নুতন মডেলগুলো আর পুরোনো মডেলের গাড়িগুলো নতুন রি-ডিজাইন করে রিলিজ হলে তারা তাদের হারানো মার্কেট ফিরে পাবে।



Post a Comment

0 Comments