করোনা (ভাইরাস) এম মহিউদ্দীন বাপ্পি,

করোনা
(ভাইরাস)
_____________________
করোনা গিলে খাচ্ছে জ্ঞান
মুছে দিচ্ছে সাজানো স্বপ্ন ,
করোনা ভেঙ্গে দিচ্ছে বিশ্বাস
ভুলে দিচ্ছে অতীত পরম বন্ধু-শত্রু,
করোনা কেড়ে নিচ্ছে প্রেম-ভালোবাসা
সরে দিচ্ছে স্বজনীর স্বজনপ্রীতি-মায়া ,
করোনা অন্ধকার করে দিচ্ছে ভবিষৎ
ধ্বংস করে দিচ্ছে সুন্দর এই জীবন ।
করোনায় কবির ভাবনা আসে না
কবিতার ছন্দ ভালোওবাসে না ।
করোনা নামাজীর মুনাজাতে কর্নপাত করেনা
করোনায় পূজারীর পূজোয় ধ্যানে কাজ হয় না,
করোনা
করোনায় আছে শুধু হৃদয় ভরা কষ্ট
আর রয়েছে ব্যর্থতার ক্ষত কালো চিহ্ন ।।
এম মহিউদ্দীন বাপ্পি,
১০ঃ১৪ পিএম,
১৯/০৪/২০২০।
পশ্চিম চাম্বল,বাঁশখালী।

Post a Comment

0 Comments