সফটওয়্যার ক্র্যাক করা কি বন্ধ করা যায় না???

প্রশ্ন-সফটওয়্যার ক্র্যাক করা কি বন্ধ করা যায় না???
না, যায় না। এধরণের ক্র্যাকিং বন্ধ করার জন্য ডিআরএম বা ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট টুলসমূহ রয়েছে। কিন্তু এমন ক্র্যাকিং একেবারে বন্ধ করতে গিয়ে উন্নয়নকারীরা এমন সব ডিআরএম প্রণালীর সৃষ্টি করেছে, যা সফটওয়্যারটিকেই সাধারণ ব্যবহারকারীর ব্যবহারের অযোগ্য করে তুলেছে, গোয়ালটা শূন্য হওয়ার চেয়েতো আসলে দুএকটা দুষ্ট গরু থাকাই ভালো।
সফটওয়্যার হলো আসলে কিছু নির্দেশিকা। এবং যে ক্র্যাক করতে চায় সে এ নির্দেশিকাগুলোর সবগুলোর উপরেই পরিপূর্ণ প্রবেশাধিকার আছে, আছে দেখার ও পরিবর্তন করার সুযোগ। এটাই মূলত তাকে ক্র্যাক করার সুবিধা দেয়।
ইউবিসফট "পারমানেন্ট কানেকশন" নামে একটি প্রণালীর মাধ্যমে এর একটা ইতি টানতে চেয়েছিলো। কিন্তু শেষমেশ তাদের অস্ত্র তাদের বিরুদ্ধেই গেলো। বারংবার ইন্টারনেট ড্রপ বৈধ ব্যবহারকারীদেরই বিরক্ত করে তুলেছিলো। আর ডামি সার্ভার ব্যবহার করে এ ধরণের প্রণালীকে ফাঁকি দেয়ারও একটা উপায় উদ্ভাবিত হয়েছিলো।
তারপর এমএমও করলো কি, পুরো সফটওয়্যারটাই তাদের নিজস্ব সার্ভারে হোস্ট করবে বলে সিদ্ধান্ত নিলো। কিন্তু তাতে বিশাল ইন্টারনেট খরচের কথা বাদ দিলেও, ল্যাগ, সার্ভিস আউটরেজের মত সমস্যাতো তৈরী হতেই লাগলো।
তাই আসলে সফটওয়্যার উন্নয়নকারীদের এই ক্র্যাকারদের থেকে বাঁচার কোন উপায় আপাতত নেই। তাদের সাথে নিয়েই বাঁচা লাগবে।
POST COLLECT FROM INTERNET
Crack software
Crack software

Post a Comment

0 Comments