আপনি কি জানেন? রোজা রাখার পাশাপাশি ফেসবুক থেকে

আপনি কি জানেন?
রোজা রাখার পাশাপাশি ফেসবুক থেকে বেপর্দা ছবি গুলো সরালেও আল্লাহ খুশি হবেন।
কে জানে? হয়তো এটা আপনার বা আমার শেষ রোজা! 🙂
মরার আগেই এ-ই শুভ কাজটা করে ফেললে মালাকুল মউত এ-র সাথে দেখা করতে এ-ই একটা বিষয় নিয়ে অন্তত কোন আফসোস থাকবে না ইনশা আল্লাহ 💚
আপনার বা আমার মৃত্যুর খবর শুনে ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ডরা বুকে কষ্ট নিয়ে আমাদের আইডি ঘেটে কোন বেপর্দা ছবিও পাবে না ইনশাআল্লাহ। 💙
এ-ই রামাদানে পর্দা টা মন থেকে প্রেকটিস করে ফেলুন।
প্রেকটিসরত অবস্থায় আলহামদুলিল্লাহ আমাদের মৃত্যু হলে আল্লাহকে অন্তত বলতে ত পারবো যে আমরা পর্দা করার প্রেকটিসেই মারা গিয়েছি আর বেচে থাকলে ইনশা আল্লাহ রামাদানের পরেও পর্দার টান আপনাকে পর্দার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে❤
সব কিছু মিলেই এ-ই সিয়ামের মাস! আর সিয়াম অর্থ হলো "বিরত থাকা বা নিজেকে বিরত রাখা"
👉কি থেকে নিজেকে বিরত রাখা???
খাওয়া হতে, পানাহার হতে, অবৈধ কাজ হতে, অবৈধ কথাবার্তা হতে, অবৈধ জিনিশ দেখা হতে, অবৈধ কিছু শুনা হতে, অবৈধ আচার ব্যাবহার হতে নিজেকে বিরত রাখাটাই সিয়াম। অতএব নিজেকে বেপর্দা থেকে বিরত রেখে পর্দায় আবৃত করে সিয়ামের তাতপর্যটা আরেকটু গভীর করলে খারাপ কি?
পর্দা ত আর নফল ইবাদাত না। ফরজ ইবাদাত। করতে যেহেতু আমাদের হবেই তাহলে আজ থেকেই কেনো নয়??
post fb page:
Five Minutes Islam

Post a Comment

0 Comments