আপনি আমি যত স্বপ্ন দেখি তার ৯৯ ভাগই কিন্তু দুনিয়া কেন্দ্রিক

আপনি আমি যত স্বপ্ন দেখি তার ৯৯ ভাগই কিন্তু দুনিয়া কেন্দ্রিক। আমরা চিন্তা করি ভাল মত পড়াশুনা করব। তারপর ভাল একটা চাকরি করব। তারপর একটা বিয়ে করব মনমত। তারপর বাড়ি গাড়ি কিনব। এরপর কোম্পানি টোম্পানির মালিক হয়ে যাব। ব্ল্যা ব্ল্যা ব্ল্যা।

এরকম হাজারো স্বপ্ন থাকে আমাদের। সবই দুনিয়া কেন্দ্রিক। এই স্বপ্নগুলো পুরন করার জন্য আমরা সাধ্যমত কাজ করি। কিছু স্বপ্ন পুরন হয় কিছু অপূর্ণই থেকে যায়।

এই ৬০/৭০ বছরের জীবনের জন্য এত এত স্বপ্ন আমরা দেখি, কিন্তু চিরস্থায়ী জান্নাতের জন্য আমরা কয়টা স্বপ্ন দেখি? আমরা কি জান্নাতের বাড়িটা নিয়ে কোন স্বপ্ন দেখি? জান্নাতের হুরদের নিয়ে কোন স্বপ্ন? কুরআনে জান্নাতের যে বর্ণনা দেয়া হয় সে বর্ণনা শুনলেই তো অন্য এক জগতে হারিয়ে যেতে মন চায়।
তবুও তো আমরা জান্নাত নিয়ে তেমন একটা স্বপ্ন দেখি না। এর কারন কি? আমরা কি জান্নাতে বিশ্বাস করি না? নাকি আমরা জান্নাতের আশা করি না। কিংবা জান্নাত এর স্বপ্নগুলো দুনিয়া আড়াল করে রেখেছিল? আসুন না আজকে থেকেই আমরা জান্নাত নিয়ে আমাদের স্বপ্ন বুনতে শুরু করি। এবং সে অনুযায়ী আমল করতে থাকি। ইন শা আল্লাহ আমাদের স্বপ্ন আল্লাহ তালা পূরণ করবেন।

""""হে প্রশান্ত মন,
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
এবং আমার জান্নাতে প্রবেশ কর।""""" সুরা ফাজরঃ ২৭-৩০
Post collect : from fb page Five minutes islam

Post a Comment

0 Comments