লক্সারি এসইউভি ছেড়ে সুপারকার! রোলস রয়েস কি পাগল হয়ে গেছে!!!!!Rolls-Royce Supercar

Rolls-Royce Supercar
লক্সারি এসইউভি ছেড়ে সুপারকার! রোলস রয়েস কি পাগল হয়ে গেছে?

শোনা যাচ্ছে রোলস রয়েস লাক্সারি সুপারকার বানাবে, থাকবে টুইট টার্বো V12 যেটা প্রিডিউস করবে 600hp। টপ স্পীড ৩২০ কিলোমিটার পার আওয়ার যেটা সুপারকার হিসেবে ওত বেশীও না আসলে, থাকবে বিশাল বুট স্পেস যেন উইকেন্ডে সব লাগেজ বেধে নেমে পড়তে পারেন। আমরা জানি সুপারকার হয় অল এবাউট স্পীড, সেখানে রোলস রয়েস লাক্সরিয়াস হয়ে কি কোন বড়ধরেনের ভুল করতে যাচ্ছে? একচুয়্যালি "নো" অনেক ধনকুবের আছেন যাদের ট্রাকে যাওয়ার সময় নেই, তারা চান Maclaren GT এর পার্ফমেন্স আর রোলস রয়েস "কালিনানের" লাক্সারি। ওই শ্রেণীর কাস্টমারদের ধরতে রোলস রয়েসের এই "রোলস রয়েস সুপারকার"। স্লিক সিম্পল ডিজাইন, V12 আর রোলস রয়েসের লাক্সারি! সব মিলিয়ে ভালই মার্কেট কাঁপাতে পারে সুপারকার জগতের রোলস রয়েসের নতুন এই সুপারকার।
আপনার কি মনে হয়?

POST FB PAGE: CarHub BD

Post a Comment

0 Comments