কেন ১৯৯৫ সালের Supra দাম পড়েছে ১৭,০০০,০০০ লাখ টাকা!

 কেন ১৯৯৫ সালের Supra দাম পড়েছে ১৭,০০০,০০০ লাখ টাকা! 


পুরানো ১৯৯৫ সালের এই গাড়িগুলোর দাম এখনো ধরা হয় ১২০,০০০ ডলার! যে টাকা দিয়ে এভারেজে ৫/৬ টা গাড়ি কেনা যাবে। তাহলে কেন ২ লাখ ডলার দিয়ে একটা পুরোনো টয়োটা? ওয়েল এটা যেহেতু ১৯৯৫ সালের একটা স্পোর্টস কার; তো এটার পাওয়ার ছিলো স্টক অবস্থায় 320 hp। এখন কত জানেন? ডায়নো তে এটা রান করেছে 1250 hp! বিলিভ মি 1250 hp! এজন্যই এটার ভ্যালু এত। স্টিল ২৫ বছর আগের চেসিস, বডি, ইঞ্জিন এমনকি সেই স্টক গিয়ারবক্স যেটা 320 hp হ্যান্ডেল করতো! চিন্তা করুন কোন লেভেলের কোয়ালটিফুল গাড়ি ছিলো! এমনি এমনি বলেনা টয়োটা পৃথিবীর সেরা রিলায়েবল গাড়ি বানায়। আর সেই গাড়ি যদি হয় 1250 hp এর বিস্ট তাহলেতো কথাই নাই। এটা টয়োটা সো চিন্তা নাই আপনি সুপ্রা চালিয়ে শেষ করতে করতে ২/১টা ফেরারি  তার লাইফস্প্যান শেষ করে ফেলবে। এখনো গুগলে 1995 Supra এর দাম সার্চ করলে আসে 126,000 ডলার এবং প্রমানিত এই ইনভেস্টমেন্ট সেইফ! যদিও বাংলাদেশে আসবেনা তাও আপনাদের জানিয়ে রাখি এই গাড়ি লিগ্যাল দাম পড়তো প্রায় ৮ কোটি টাকা, তাও এটা স্টক সুপ্রার দাম। তবে বাংলাদেশে কিন্তু অলরেডি ২-১ টা Supra আছে!


Post a Comment

0 Comments