বাংলাদেশ জার্মানির বিখ্যাত Volxwagen গাড়ি নির্মাতাকে বাংলাদেশে ইলেক্ট্রিক কার নির্মাণের আহবান জানিয়েছে।


বাংলাদেশে বিনিয়োগ করলে ফ্রিতে জমি লিজ দেয়ার ঘোষনা দেয়া হয়েছে এই খাতে।
মিরসারাই ইকোনমিক জোনে BAIL ইলেক্ট্রিক গাড়ি তৈরির কারখানা গড়ে তুলতেছে।
আগামীতে ইলেক্ট্রিক কার, ডিজেল বা গ্যাস চালিত গাড়িকে রিপ্লেস করবে।
যদিও বাংলাদেশে গাড়ির বাজার এখনো অতটা বড় নয়। তবে উঠতি মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা এখানে গাড়ির বাজার প্রসারের সুযোগ সৃষ্টি করেছে।
ইতোমধ্যে নীতিসহায়তা দেয়ার জন্য পলিসি করা হয়েছে। ঔষধ শিল্পে বাংলাদেশ সয়ংসম্পূর্নতা অর্জন করে ঔষধ পলিসির কারনে। আরেকটি উদাহরন হল স্মার্টফোন। আমদানিতে শুল্কারোপ এবং দেশে উৎপাদন বা এসেম্বেলে শুল্ক ছাড়ের প্রভাবে দেশের মোবাইল বাজারের ৬০% এখন দেশেই নির্মিত অথবা এসেম্বেলড।
এখন গাড়ির বাজারে এমন করতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রেও হোন্ডা, ইয়ামাহা, দেশে এসেম্বেল করতে বাধ্য হয়েছে। আমাদের হাতে সুযোগ আছে। দরকষাকষি করতে হবে।
ইনশাআল্লাহ আগামী দশ বছরে বাংলাদেশ আমদানিকারক দেশের পরিবর্তে উৎপাদক দেশে রুপ নিবে।

 

Post a Comment

0 Comments