কেন জাপানিজদের নিজেদের গাড়ির কোয়ালিটি আর এক্সপোর্ট গাড়ির কোয়ালিটি আলাদা হয়?

 


কেন জাপানিজদের নিজেদের গাড়ির কোয়ালিটি আর এক্সপোর্ট গাড়ির কোয়ালিটি আলাদা হয়? 


এটার খুব ভালো একটা এক্সামপল দেওয়া যাবে নিসানকে  দিয়ে। ২০১৭ সালে নিসানের ফ্যাক্টরিতে একটা ঝামেলা হয়। জাপান সরকার তদন্ত করে দেখে তাদের গাড়ি বানানো শেষে সেগুলোর ফাইনাল ইন্সপেকশন করছে কিছু আনঅথোরাইজড় ইঞ্জিনিয়ার। জাপান সরকার সাথে সাথে এ্যাকশন নেয় এবং ওই টাইমের জেডিএম/JDM মার্কেটের জন্য বানানো সব গাড়ি মার্কেট থেকে তুলে ফেলার নির্দেশ দেয় এবং দেশেন জন্য উৎপাদন বন্ধ রাখতে বলে। অথচ সেইম গাড়ি যেগুলো বাইরের দেশের জন্য বানানো সেগুলোতে তারা উৎপাদনও বন্ধ করতে বলেনি, এমনকি এক্সপোর্টও বন্ধ করতে বলেনি। এটাই তাদের নিজেদের মার্কেটের প্রতি ডেডিকেশন, তাদের কাছে সবার আগে JDM মার্কেট। তারা ট্রাই করে নিজেদের মার্কেটের গাড়িগুলোতে সর্বোচ্চ কোয়ালিটি, ফিচারস, সেফটি দেওয়ার জন্য। আগে নিজের দেশ, পরে বাইরের চিন্তা। এটাই জাপানিদের মানসিকতা। এজন্যই আমাদের দেশে JDM মার্কেট থেকে আসা Nissan এর গাড়ি গুলা বছরের পর বছর ধরে চলছে কোনরকম ঝামেলা ছাড়া। অথচ সেম গাড়ি UK মার্কেটের জন্য বানানো গুলো এখন টপ ১০টা আনরিলায়েবল গাড়িগুলোর একটি। আমেরিকায় প্লাস্টিকের টাইমিং বেল্ট দিয়েছে যেটা জাপানে কোনদিন চিন্তাও করবেনা। গাড়ি দেখতে এক হতে পারে, ডিজাইনও সেম হতে পারে কিন্তু JDM is JDM


-CarHub BD [ Official ]

Post a Comment

0 Comments