ইঞ্জিন ফ্লুশ (Engine Flush) আপনার কি করা উচিত?


 ইঞ্জিন ফ্লুশ (Engine Flush) আপনার কি করা উচিত?


ইঞ্জিন ফ্লুশিংকে অনেকে ফ্লাশ ও বলে, যাইহোক এটার কাজ হচ্ছ ইঞ্জিনের ভেতর জমে থাকা অয়েল স্ল্যাজ, এ্যাশ এবং পাম্পের অতিরিক্ত বাজে তেলের ময়লা পরিষ্কার করা। এছাড়াও একটা ক্লিন ইঞ্জিন মানে ভালো পারর্ফমেন্স,  হালকা বেটার মাইলেজ এবং বেটার ইঞ্জিন লংজিবিটি।

ইউজ করার নিয়মটা খুবই সোজা, যখন আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হবে তখন গ্যারেজে গিয়ে চেঞ্জ করার আগে গরম থাকা অবস্থায় ১ বোতল ফ্লুশিং এজেন্ট ঢেলে দিবেন। তারপর ১০-১৫ মিনিট ইঞ্জিন আইডল অবস্থায় রাখবেন মানে গাড়ি স্টার্টে রাখবেন। ব্যাস এরমধ্যে এজেন্ট তার কাজ করে ফেলবে। ও ইঞ্জিনের প্রতিটা ইনার পার্টসে গিয়ে জমে থাকা স্ল্যাজ, এ্যাশ ইত্যাদি ক্লিন করে নিবে। এবার আপনার কাজ ওই পুরোনো ইঞ্জিন অয়েল ফেলে দেওয়া। রিমেম্বার চেষ্টা করবেন আগের অয়েলগুলো পুরোপুরি ফেলে দিতে, আপনি নিশ্চয় চান না ময়লা অয়েল ইঞ্জিনে থেকে যাক। 


এবার লাস্ট প্রশ্নে আসি, আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি আমার কি ফ্লুশিং এর দরকার আছে?

আপনারা সবাই জানেন সিনথেটিক অয়েলে এমনিতেও ক্লিনিং এজেন্ট থাকে। তবে ডেডিকেটেড যেসব ইঞ্জিন ক্লিনিং এজেন্ট থাকে সেগুলোতে কিছু স্পেশাল ম্যাটারিয়্যালস এবং কন্টামিনেন্টস থাকে + এগুলো ডেডিকেটেড ক্লিনিং এজেন্ট। তবে আপনার প্রতি ৬ মাস পর পর ক্লিন করতে হবেনা তবে প্রতি ২ বছরে একবার কেন ক্লিনিং এজেন্ট দিয়ে ফুল ক্লিন করিয়ে নিলে ভালো। এগুলো খুব একটা দাম না, প্লাস আপনার ইঞ্জিন যদি ক্লিন থাকে তাতে ক্ষতি নেই, উল্টা লংজিবিটি বাড়ে। তাই প্রতি ২ বছরে একবার ইঞ্জিন ক্লিনিং রিকমেন্ড করবো।

#car_hub_bd

Post a Comment

0 Comments