৩৮ লাখ টাকায় Toyota Rush কেমন হবে?

৩৮ লাখ টাকায় Toyota Rush কেমন হবে?

সত্তি বলতে কি আগের Rush আর এখনের New Shape Rush এর বিশাল ডিফারেন্স। এখনকার রাসগুলো দেখতে খুবই চিপ কোয়ালটির, ডিজাইনও কেমন জানি ইন্ডিয়ার টয়োটার মতো। ইন্টেরিয়র ডিজাইন অন্যান্য কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করলে ব্যাকডেটেড এবং চিপ প্লাস্টিক ইউজ করা হয়েছে অনেক বেশী। যার কারনে ভেতরে বসে কোনভাবেই মনে হয় না এটা একটা ৩৮ লাখ টাকা দামের গাড়ি। ভেতরে স্পেস লিমিটেড, তবে চলে যাবে মোটামুটি। মাইলেজ দিবে ৭/৮ কিলোমিটার অন এভারেজ। আপনি যদি একটা ৭ সিটের SUV টাইপ একটা গাড়ি চান তাহলে তাহলে এই বাজেটে Rush -এর থেকে ফার বেটার একটা অপশন আছে Nissan X-trail ৭ সিটার, যদিও 2020 মডেল আসবেনা এই বাজেটে। মাইলেজ মোটামুটি রাসের মতোই দিবে, মাথায় রাখবেন X-trail কিন্তু হেভী ওয়েট প্রপার মিড সাইজ SUV। আপনি যদি জাস্ট 2020 মডেলের গাড়ি চান তাহলে Rush এর দিকেই যেতে হবে। আর যদি প্রপার সলিড বিল্ট গাড়ি চান যেটা দেখতেও স্পোর্টি, মোর রিলায়েবল, ইন্টেরিয়র মডার্ন এবং হাই কোয়ালটি ম্যাটারিয়াল ইউজ করা হয়েছে, যেটা ড্রাইভ করে বেশী কম্ফোর্টেবল হবে আর প্রপার ট্যাকটাইল ফিল দিবে, তাহলে এই বাজেটে Nissan X-trail বেটার অপশন Toyota Rush থেকে।

-
CarHub BD [ Official ]

 

Post a Comment

0 Comments