কেন মানুষ ৩৫-৪০ লাখ টাকা দিয়ে Nissan X-trail না কিনে Premio কেনে?


কেন মানুষ ৩৫-৪০ লাখ টাকা দিয়ে Nissan X-trail না কিনে Premio কেনে?
অনেকে আছে দেখবেন ৪০ লাখ টাকা দিয়ে একটা Premio কিনে বসে আছে। অথচ সে চাইলেই কিন্তু ওই টাকায় একটা X-trail কিনতে পারতো। কথা হচ্ছে উনি কি X-trail এর কথা চিন্তা করেনি? অবশ্যই করেছে। তাহলে কেন তিনি প্রিমিওর দিকে গেলেন?
এটার কিছু কারন আছে, প্রথমতো তার হয়তো কমফোর্টটা বেশী দরকার ছিলো তাই সে সেডানের দিকে গিয়েছে। এমন না যে X-trail কমফোর্টেবল না; X-trail SUV হিসেবে অনেক কমফোর্টেবল একটা গাড়ি। বাট সেডান অলওয়েজ SUV থেকে বেশী কমফোর্ট চড়ে। আরেকটা কারন হতে পারে মেইনট্যানেন্স, X-trail এর মেনটেনেন্স কিছুটা ভারি, মাইলেজও দেয় তার ক্যাটাগরির বাকি সব গাড়ি থেকে সবচেয়ে কম।
আজকের পোস্টের তেমন কোন স্পেসিফিক রিজন নেই। আমরা জাস্ট ফিগার আউট করার চেষ্টা করলাম কেন কেউ ৩৫-৪০ লাখে X-trail থাকতে প্রিমিওতে যাবে। আপনার মাথায় কিছু আসলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

 

Post a Comment

0 Comments