লাক্সারি ব্রান্ড হয়ে যাচ্ছে Mazda.


লাক্সারি ব্রান্ড হয়ে যাচ্ছে Mazda, এখন কমপিট করবে BMW-Mercedes এর সাথে
Mazda এখন ফুল জাপানিজ লাক্সারি ব্রান্ড হয়ে যাচ্ছে। তারা এখন আর শুধু Toyota Nissan Honda'র সাথে কম্পিটিশন দিতে চায় না। যদিও ওরা এটা আগেই ক্লিয়ার করেছিলো যে তারা ৫০০টা গাড়ি এভারেজ কাস্টমারের কাছে সেল না করে ২০০টা গাড়ি প্রিমিয়াম কাস্টমারের কাছে সেল করতে চায়। এই লক্ষ্যে তারা নতুন 2023 CX-5 মার্কেটে আনবে জার্মান BMW X3, Mercedes GLC এরসাথে কম্পিট করার জন্য। এজন্য তারা গাড়ির ইন্টেরিয়র, ম্যাটারিয়ালস, ফিচারস সবই ইমপ্রুভ করবে। তারসাথে যোগ হবে JDM এর রিলায়বিলিটি যেটা জার্মান গাড়ির নেই। তবে দামটাও আর আগের মতো থাকছেনা, নতুন CX-5 এর দাম এক্সপেক্ট করা হচ্ছে Mercedes GLC এর মতো হবে। যেখানে আমাদের দেশে এখনো Allion কিনবে নাকি Mazda Axela কিনবে এটা নিয়ে কনফিউশান থাকে, সেখানে তারা জার্মান গাড়ির সাথে কম্পিটিশন দেওয়ার জন্য রেডী হচ্ছে। সেই দিন হয়তো বেশী দূরে নাই যেদিন মানুষ Mazda'র লেগো দেখিয়ে ফ্লেক্স করবে...

 

Post a Comment

0 Comments