৬০ লাখে Harrier ভালো হবে নাকি 2011/12 এর Prado ভালো হবে?

 


যদিও জেডিএমের সাথে দেশের ইউজড গাড়ির কম্পেয়ার হবেনা, কারন দেশের ইউজড করা গাড়ি থেকে জাপান থেকে যেটা আসে সেটার কন্ডিশন অনেক বেটার থাকে। দেশের ইউজড গাড়িতে দেখা যায় সবসময় কিছু না কিছু কাজ থাকে। তারপরেও এটা আপনার উপর ডিপেন্ড করছে। হ্যারিয়ার নিয়েও টুকটাক কান্ট্রিসাইডে  আসা যাওয়া করা যাবে। ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার দরকার হয় মাঝে মাঝে, সেটাও হ্যারিয়ার দিয়ে ইজিলি পসিবল। আরেকটা কথা হ্যারিয়ার ড্রাইভ করে বেশী কম্ফোর্টেবল এবং মাইলেজ দিবে অনেক ভালো। প্রায় ৯/১০ কিলোমিটার মাইলেজ দিবে সিটির ভেতর। অন্যদিকে prado আপনাকে একটা সিম্বল দিবে, দূর থেকে দেখেই বোঝা যাবে এটা প্রাডো আসছে। প্লাস ঘন ঘন সিটির বাইরে, রাফ জায়গায় যাওয়ার দরকার হলে সেইক্ষেত্রে প্রাডোই ভালো। যদিও প্রাডোর মাইলেজ কিছুটা কম; সিটিকে এভারেজ ৫-৬ কিলোমিটার ধরতে পারেন। এটা স্বাভাবিক কারন এত বড় একটা গাড়ি, তারওপর 2700cc ইঞ্জিন। এবার বাকিটা আপনার ডিসিশন কোনটা নিবেন।


-CarHub BD [ Official ]


Post a Comment

0 Comments