পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেন-দেন এর ক্ষেত্রে সতর্ক থাকুন

#পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেন-দেন এর ক্ষেত্রে সতর্ক থাকুন। সাধারণ ছুটি থাকায় রাস্তায় লোকজন কম, এই সুযোগে গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে

============================================

একটু অসতর্কতার জন্য কষ্টে উপার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতকারীরা। অনেক সময় এ অর্থের জন্যই হয়তো হারাতে হতে পারে নিজের প্রাণও। তাই অর্থ বহন ও উত্তোলনে সতকর্তা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ পুলিশ থেকে।

 অর্থ বহনের ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হলো :

 ১. বড় অংকের অর্থ একা বহন করবেন না। অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তিকে সাথে রাখুন। আপনার অর্থ বহন সংক্রান্ত কোনো তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকুন।

২. হেঁটে রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করুন।

 ৩. নগদ অর্থ বহনের আগে নিশ্চিত হোন যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতকারীদের না জানিয়ে দেয়।

 ৪. দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করুন যেন দুষ্কৃতকারীরা পূর্বেই ওঁৎ পেতে থাকার সুবিধা নিতে না পারে।

 ৫. অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করুন যেন বাইরে থেকে বোঝা না যায়। এতে দুষ্কৃতকারীরা প্রলুব্ধ হওয়ার সুযোগ পাবে না।

 ৬. বড় নোট ব্যবহারে সচেষ্ট হোন এবং সম্ভব হলে টাকার নম্বর লিখে রাখুন।

৭. সব টাকা একসঙ্গে না রেখে বিভিন্ন জায়গায় যেমন : পকেটে, ব্যাগে, সঙ্গীর কাছে ভাগ করে রাখুন।

৮. গলি পথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করুন।

৯. ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকুন।

 ১০. সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সঙ্গে লেনদেন করুন। ব্যাংক থেকে বের হওয়ার পর বুঝতে চেষ্টা করুন সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কিনা।

 ১১. বড় অংকের অর্থ পরিবহণের কাজটি রাতে না করে দিনের বেলায় সম্পন্ন করার চেষ্টা করুন।

১২. এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কিনা নিশ্চিত হয়ে নিন। কেউ থাকলে তিনি বের হওয়ার পর আপনি বুথে প্রবেশ করুন।

১৩. এটিএম বুথের অভ্যন্তরে থাকা কোনো গোপন ক্যামেরায় আপনার আর্থিক লেনদেনে ব্যবহৃত গোপন নম্বরটি ধারণ করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক হোন।

 ১৪. এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করুন।

 ১৫. বড় অংকের টাকা পরিবহণে প্রয়োজনে পুলিশ এস্কর্ট ব্যবহার করুন।
POST: COLLECT FROM INTERNET

Post a Comment

0 Comments