কোভিড -১৯ আপডেট ১১.০৫.২০২০ খ্রীঃ

কোভিড -১৯ আপডেট
১১.০৫.২০২০ খ্রীঃ (  সোমবার  )
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম।
======================================

চট্টগ্রাম বিআইটিআইডি তে ২৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়।তৎমধ্যে  ৩৯ টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে ৩১টি  [ মহানগর ১৭ এবং উপজেলায়-১৪( সাতকানিয়া-৩, পটিয়া-১১) এবং ভিন্ন জেলায় ৮ টি।]

চট্টগ্রামে  ৩১ টি পজিটিভের মধ্যে
১)পটিয়া উপজেলা-১১( পটিয়া পৌরসভা -১,কাগজীপাড়া -১,কমলমুন্সীরহাট-৯ জন)
২)সাতকানিয়া -৩ জন।
----------------------------------------------------------------------
 মহানগরীর -১৭টি
মহানগরীর এলাকাসমূহ  ----
৩)গ্রীনভিউ সোসাইটি -১
৪)কর্নেলহাট-১
৫)নোয়াপাড়া পাহাড়তলী -১
৬)বাঁচা মিয়া রোড-১
৭)পশ্চিম বাঘঘোনা, লালখান বাজার-১
৮)নয়াবাজার মৌসুমি -১
৯) আকবরশাহ-১
১০)চকবাজার -১
১১)  পশ্চিম নাসিরাবাদ-১
১২) পাঁচলাইশ-১
১৩)ফিল্ড হাসপাতাল -১
১৪) দামপাড়া পুলিশ লাইন -১
১৫) নন্দন কানন-১
১৬) ছোটপুল( আগ্রাবাদ) -১
১৭) আগ্রাবাদ-২
১৮) সিএমসিএইচ -১ মোট  (১৭+১৪)=৩১

১৯৫  টি নেগেটিভ।

======================================
চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে ৯৩  টি নমুনা পরীক্ষার  ফলাফলে ২৬  টি  পজিটিভ।  চট্টগ্রাম জেলায় ১৮,ফেনী জেলায় -১ নোয়াখালী জেলায়  -৭।
চট্টগ্রামের ১৮টি পজিটিভের মধ্যে---------
১)সাতকানিয়া উপজেলা -২
২)রাংগুনিয়া -২
৩)সীতাকুণ্ড -১
৪) হাটহাজারী -২ (উপজেলায় মোট= ৭)
---------------------------------------------------------
মহানগর -১১
মহামগরীর এলাকাসমূহ
৪) কাজীর দেউরি -১
৫) লালদিঘির পাড়-১
৬) কদমতলী-২
৭)হালিশহর-২
৮)ফিরিঙ্গিবাজার-১
৯) পতেঙ্গা -১
১০)টেরীবাজার-১
১১)এয়ারপোর্ট রোড-১
১২)পশ্চিম গলি চকবাজার -১
মোট ৬৭ টি  নেগেটিভ।
======================================২) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার  ১২  টি  নমুনা পরীক্ষার ফলাফল ঃ১ টি পজিটিভ -( লোহাগাড়া  উপজেলার আমিরাবাদ স্টেশন  ) ১১টি  নেগেটিভ।
----------------------------------------------------------------------------
৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে চট্টগ্রামে  ১৫ টি  পজিটিভ ( পটিয়াউপজেলায়-১,সীতাকুন্ড( ফকিরহাট)-১
মহানগর -১৩)
মহানগরীর এলাকা
১) রাহাত্তারপুল-২
২) বিএমএ ( BMA)-২
৩) হাজারী গলি-২
৪) বন্দরটিলা ( ইপিজেড)-১
৫) বিএন এস ( পতেঙ্গা)  -১
৬) বায়েজিদ -১
৭) বেপারীপাড়া-১

৮) ডিসি অফিস( ডবলমুরিং)-১
৯) সাকেরপুল-১
১০) ফ্রিপোর্ট বন্দর -১ মোট =১৫

মোট ৪১ টি নেগেটিভ।
Sources Internet
--------------------------------------------------------------------------

Post a Comment

0 Comments