চলুন জানা যাক পৃথিবীর দ্বিতীয় পাওয়ারফুল ৩ সিলিন্ডার ইঞ্জিনের গাড়ি সম্পর্কে।

 চলুন জানা যাক পৃথিবীর দ্বিতীয় পাওয়ারফুল ৩ সিলিন্ডার ইঞ্জিনের গাড়ি সম্পর্কে।


গাড়িটা টয়োটার দেখে অবাক হবেন না! আমরা GR Yaris নিয়ে কথা বলবো আজ। টয়োটা সাধারণত পার্ফমেন্স গাড়ি বানায় না কিন্তু এইটা দিয়ে তারা প্রমান করে দিয়েছে তারা চাইলে হাই পার্ফমেন্স গাড়িও বানাতে পারে। ছোট গাড়ি দেখে আন্ডারএস্টমেট করবেন না এটার 0-100 টাইম 306hp Honda Civic Type-R এর সমান! মাত্র 5.5 সেকেন্ডে! এর 1.6l ইঞ্জিন পৃথিবীর দ্বিতীয় পাওয়ারফুল ৩ সিলিন্ডার ইঞ্জিন, ডেভেলপড বাই Gazoo Racing টিম। টয়োটা এটা দিয়ে পুরো মার্কেট কাঁপিয়ে দিয়েছিলো জাস্ট এর ইঞ্জিন পার্ফমেন্স দিয়ে। টয়োটা যারা কিনা প্যাসেঞ্জার কার বানায় তাদের কাছ থেকে এরকম পাওয়ারফুল একটা হ্যাচ পুরো আনেক্সপেক্টেড ছিলো। বেসিক্যালি এটা হচ্ছে রিয়েল লাইফ র্যালি কার। দেখতেও খুব সুন্দর, আর হুডের নিচে পাবেন ভেরি ভেরি পাওয়ারফুল একটা ইঞ্জিন যেটা সাইজে ছোট কিন্তু ছোটে Porsche বা Ferrari এর মতো। এর Power to weight রেশিও মারাত্মক কম। জেডিএম মার্কেটে এখনো এটা রিলিজ দেয়নি তবে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। 1600cc হওয়ায় আশাকরি ইমপোর্ট ট্যাক্সও কম আসবে। অনেক রিভিউয়ার বলছে এটা এমন পার্ফমেন্স দিবে যেটা আপনি Mercedes AMG A45 বা Audi RS3 থেকে এক্সপেক্ট করেন।
Well done Toyota!
দাম: এটার বেইজ প্রাইস Civic Type R থেকেও বেশী! একটা Type R আমাদের দেশে ৮৫-৯০ লাখ টাকা পড়ে। আশাকরছি এটা ৬০-৭০ লাখের মধ্যে থাকবে।
post :https://www.facebook.com/mycarhub/

Post a Comment

0 Comments